Tomar Kathar Rang

তোমার কথার রঙ কি লাল
তোমার কথার রঙ কি লাল
হলুদ, সবুজ, হালকা নীল
বুঝি বা শুভ্র শরত্কাল
তোমার কথার শঙ্খচিল

তোমার কথার রঙ কি লাল
হলুদ, সবুজ, হালকা নীল
বুঝি বা শুভ্র শরত্কাল
তোমার কথার শঙ্খচিল

তোমার কথার ছন্দ কি
তোমার কথার ছন্দ কি
পয়ার, ত্রিপদী, ঝাঁপতালে
চলেছো একলা নর্তকী
বেতাল-বেসুর দিনকালে

Vibraphone কি ধ্বনি তোমার
Vibraphone কি ধ্বনি তোমার
স্পন্দন মাখা তোমার সুর
Synthesizer এই আমার
কেঁপে ওঠে তুমিময় ঘুঙ্গুর

ইমনে তোমায় মানায় না
বাহারেও নয় তোমার গান
ললিত তোমাকে চেনায় না
বুঝতেন এটা আমীর খান

ইমনে তোমায় মানায় না
বাহারেও নয় তোমার গান
ললিত তোমাকে চেনায় না
বুঝতেন এটা আমীর খান

বব ডিলান কি তোমায় খুব
দূর থেকে ভালোবেসেছিলেন
তোমারই জন্যে অনুষ্টুপ
ছন্দে ballad বেঁধেছিলেন

লেনিন সেবার শীতকালে
ভালোবেসে ফুল জীবন্ত
লেনিন সেবার শীতকালে
ভালোবেসে ফুল জীবন্ত
আনলেন মরা দিনকালে
তোমারই জন্য বসন্ত

রবীন্দ্রনাথ ছিলেন সেই
মুক্ত হাওয়ার বসন্তে
রবীন্দ্রনাথ ছিলেন সেই
মুক্ত হাওয়ার বসন্তে
ধরতে তোমার কথার খেই
গেলেন গানের অনন্তে

তোমার ভাষা কি পাখির চোখ
তোমার ভাষা কি পাখির চোখ
উদগ্রীব আকাশের খোঁজে
আমার আকাশ তোমার হোক
পাখিদের ভাষা সেই বোঝে

আমার আকাশ তোমার হোক
পাখিদের ভাষা সেই বোঝে



Credits
Writer(s): Suman Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link