Tomar Sange Eka

সকাল যেখানে চৌরাস্তায় গিয়ে
বিকেল পড়বে দুপুরের ফাঁক দিয়ে
সেইখানে হবে দেখা
তোমার সঙ্গে একা
ওই শহর যেখানে উপকন্ঠের গলি
পেরিয়েই হবে শান্ত শহরতলি
সেইখানে হবে দেখা
তোমার সঙ্গে একা

সন্ধ্যে যেখানে রাত্রির সন্ধানে
পথিক হয়েছে কালপুরুষের টানে
সেইখানে হবে দেখা
তোমার সঙ্গে একা
ওই তারা রা যেখানে আকাশের সীমানায়
মৌন মুখর সঙ্গীত হয়ে যাই
সেইখানে হবে দেখা
তোমার সঙ্গে একা

আকাশ যেখানে সজল মেঘের খামে
বর্ষার চিঠি পাঠায় তোমার নামে
সেইখানে হবে দেখা
তোমার সঙ্গে একা
ওই বৃষ্টি যেখানে তোমার চোখের জলে
অন্য কারুর দুখখের কথা বলে
সেইখানে হবে দেখা
তোমার সঙ্গে একা



Credits
Writer(s): Suman Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link