Anandmoyee He Mahakali

আনন্দময়ী হে মহাকালী
তব নামগানে বাজে করতালি
আনন্দময়ী হে মহাকালী
তব নামগানে বাজে করতালি
মঙ্গলময়ীর আগমনে মেতেছি তারই আবাহনে
মঙ্গলময়ীর আগমনে মতেছি তারই আবাহনে
আজ ধরণীতে দীপাবলি
আনন্দময়ী হে মহাকালী
তব নামগানে বাজে করতালি
আনন্দময়ী হে মহাকালী
তব নামগানে বাজে করতালি

দীপান্বিতা হলো এই মহাক্ষণে
বুঝি গো ভগবতী
হাজার পিদিম জ্বেলে আমরা যে
তারই করি গো আরতি
দীপান্বিতা হলো এই মহাক্ষণে
বুঝি গো ভগবতী
হাজার পিদিম জ্বেলে আমরা যে
তারই করি গো আরতি
এনেছি যে ফুলের ডালি

আনন্দময়ী হে মহাকালী
তব নামগানে বাজে করতালি
আনন্দময়ী হে মহাকালী
তব নামগানে বাজে করতালি

ভুবন জুড়ে চলে খেলা
আতশবাজির আলোতে
ঐ আলো যে করে উজ্জ্বল
রাতের এই কালোকে
ভুবন জুড়ে চলে খেলা
আতশবাজির আলোতে
ঐ আলো যে করে উজ্জ্বল
রাতের এই কালোকে
মোছাও মনের কালি

আনন্দময়ী হে মহাকালী
তব নামগানে বাজে করতালি
আনন্দময়ী হে মহাকালী
তব নামগানে বাজে করতালি
মঙ্গলময়ীর আগমনে মতেছি তারই আবাহনে
মঙ্গলময়ীর আগমনে মতেছি তারই আবাহনে
আজ ধরণীতে দীপাবলি
আনন্দময়ী হে মহাকালী
তব নামগানে বাজে করতালি
আনন্দময়ী হে মহাকালী
তব নামগানে বাজে করতালি



Credits
Writer(s): Santosh Shrivastav, Anand Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link