Bhaberei Hatete Maa Go

ভবেরেই হাটেতে মাগো তুমি কাছে থাকো
একটি বারের তরে মাগো মোরে ডাকো
ভবেরেই হাটেতে মাগো তুমি কাছে থাকো
একটি বারের তরে মাগো মোরে ডাকো
ও চরণে ঠাঁই দিও কালি-কপালিনী
ও চরণে ঠাঁই দিও কালি-কপালিনী
কল্যাণী, তুমি মোর এ মিনতি রাখো
এ মিনতি রাখো
ভবেরেই হাটেতে মাগো তুমি কাছে থাকো
একটি বারের তরে মাগো মোরে ডাকো

এ জীবন যৌবন কিছু নাহি রবে
রয়েছে চিরদিন কোথায় কে কবে
এ জীবন যৌবন কিছু নাহি রবে
রয়েছে চিরদিন কোথায় কে কবে
এই ভবদরিয়ায় বেয়ে যাই তরী
এই ভবদরিয়ায় বেয়ে যাই তরী
কবে যে হারাবে কূল জানি না তা মাগো
জানি না তা মাগো

ভবেরেই হাটেতে মাগো তুমি কাছে থাকো
একটি বারের তরে মাগো মোরে ডাকো

যত দিন রবে প্রাণ, মাকে ডেকে যাবো
কোনো না কোনো দিন তাকে আমি পাবো
যত দিন রবে প্রাণ, মাকে ডেকে যাবো
কোনো না কোনো দিন তাকে আমি পাবো
তাই আমি পথ চাহি রয়েছি গো জাগি
তাই আমি পথ চাহি রয়েছি গো জাগি
কখনো মা আমারে ভুলে যেও নাকো
ভুলে যেও নাকো

ভবেরেই হাটেতে মাগো তুমি কাছে থাকো
একটি বারের তরে মাগো মোরে ডাকো
ভবেরেই হাটেতে মাগো তুমি কাছে থাকো
একটি বারের তরে মাগো মোরে ডাকো
ও চরণে ঠাঁই দিও কালি-কপালিনী
ও চরণে ঠাঁই দিও কালি-কপালিনী
কল্যাণী, তুমি মোর এ মিনতি রাখো
এ মিনতি রাখো



Credits
Writer(s): Santosh Shrivastav, Anand Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link