Jani Pratima Je Pran Paay

জানি প্রতিমা যে প্রাণ পায় ভক্তের চোখে
তখন মায়েরই কৃপাকণা পায় যে লোকে
জানি প্রতিমা যে প্রাণ পায় ভক্তের চোখে
তখন মায়েরই কৃপাকণা পায় যে লোকে
শ্যামা মায়ের প্রসাদ পেতে যে
রামকৃষ্ণ দু'হাত পেতেছে
শ্যামা মায়ের প্রসাদ পেতে যে
রামকৃষ্ণ দু'হাত পেতেছে
ভক্তি জ্ঞানেতে ভরিয়ে দিয়েছে মা যে তাকে
জানি প্রতিমা যে প্রাণ পায় ভক্তের চোখে

মৃন্ময়ী মা চিন্ময়ী হয় যখন ধরার 'পরে
তখন জানি গো জীবন তরুতে ফুলের মুকুল ধরে

মৃন্ময়ী মা চিন্ময়ী হয় যখন ধরার 'পরে
তখন জানি গো জীবন তরুতে ফুলের মুকুল ধরে
জানি মাকে যে পায় তার সন্তান
তার কাছে ধরা দেয় ভগবান
জানি মাকে যে পায় তার সন্তান
তার কাছে ধরা দেয় ভগবান
নতুনেরই আবির্ভাব যে এ ভুলোকে

জানি প্রতিমা যে প্রাণ পায় ভক্তের চোখে

মায়ের গুণগানে পুণ্যলগনে কানে মধু ঝরে পড়ে
জানি গো তখনই রিক্ত মন যে আনন্দে যায় ভরে
মায়ের গুণগানে পুণ্যলগনে কানে মধু ঝরে পড়ে
জানি গো তখনই রিক্ত মন যে আনন্দে যায় ভরে
জনম-জনম ঘুরে এলে তবেই যেন মাকে মেলে
জনম-জনম ঘুরে এলে তবেই যেন মাকে মেলে
মন দিয়ে ডাকলে মা কি দূরে থাকে?

জানি প্রতিমা যে প্রাণ পায় ভক্তের চোখে
তখন মায়েরই কৃপাকণা পায় যে লোকে
শ্যামা মায়ের প্রসাদ পেতে যে
রামকৃষ্ণ দু'হাত পেতেছে
শ্যামা মায়ের প্রসাদ পেতে যে
রামকৃষ্ণ দু'হাত পেতেছে
ভক্তি জ্ঞানেতে ভরিয়ে দিয়েছে মা যে তাকে
জানি প্রতিমা যে প্রাণ পায় ভক্তের চোখে



Credits
Writer(s): Santosh Shrivastav, Anand Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link