Na Na Na Phutnare Phool

না-না-না, না-না-না
ফুটো নারে ফুল
না-না-না, না-না-না
উঠো নারে চাঁদ রে, উঠো নারে চাঁদ

এখনও বাঁশিতে ইশারা শুনিনি
এখনও বাঁশিতে ইশারা শুনিনি

ফুটো নারে ফুল রে, ফুটো নারে ফুল

কাজললতা ধরি প্রদীপের শিষে হায়
আমারে কাঁদায়ে দেখি সে প্রদীপ নিভে যায়
কাজললতা ধরি প্রদীপের শিষে হায়
আমারে কাঁদায়ে দেখি সে প্রদীপ নিভে যায়

এখনও নয়নে কাজল আঁকিনি
এখনও বাঁশিতে ইশারা শুনিনি

ফুটো নারে ফুল রে, উঠো নারে চাঁদ

কীসের ধ্বনি শুনি দ্বারে আমি ছুটে যাই
বাতাস ছলনা করে, বাঁশি তার বাজে নাই
কীসের ধ্বনি শুনি দ্বারে আমি ছুটে যাই
বাতাস ছলনা করে, না-না বাঁশি তার বাজে নাই

এখনও চরণে নূপুর বাঁধিনি
এখনও বাঁশিতে ইশারা শুনিনি

ফুটো নারে ফুল রে, উঠো নারে চাঁদ

না-না-না-না-না-না-না
ফুটো নারে ফুল
না-না-না-না-না-না-না
উঠো নারে চাঁদ রে, উঠো নারে চাঁদ



Credits
Writer(s): Sachin Dev Burman, Gouri Prasanna Mazumdar
Lyrics powered by www.musixmatch.com

Link