Ashamoye Bajao Banshi

ও কালা

অসময়ে বাজাও বাঁশি প্রাণ তো মানে না রে, কালা
সময় বোঝো না
অসময়ে বাজাও বাঁশি প্রাণ তো মানে না রে, কালা
সময় বোঝো না

যখন তখন বাজাও বাঁশি
আমি যেন কেনা দাসী
যখন তখন বাজাও বাঁশি
যখন তখন বাজাও বাঁশি
আমি যেন কেনা দাসী

রকম দেখে হাসাহাসি করে পাঁচজনা রে, কালা
রকম দেখে হাসাহাসি করে পাঁচজনা রে, কালা
সময় বোঝো না

অসময়ে বাজাও বাঁশি প্রাণ তো মানে না রে, কালা
সময় বোঝো না

ছাড়া আছে পোড়া দেহ, হিয়া আছে বাঁধা
তবু করো সন্দেহ, ডাকো "রাধা, রাধা"
ছাড়া আছে পোড়া দেহ, হিয়া আছে বাঁধা
তবু করো সন্দেহ, ডাকো "রাধা, রাধা"

তস্কর হয়ে বাজাও বাঁশি
তস্কর হয়ে বাজাও বাঁশি
দস্যু হয়ে দাও যে ফাঁসি
তস্কর হয়ে বাজাও বাঁশি
দস্যু হয়ে দাও যে ফাঁসি

লুকোতে না পারি হাসি, শুনি গঞ্জনা রে, কালা
লুকোতে না পারি হাসি, শুনি গঞ্জনা রে, কালা
সময় বোঝো না

অসময়ে বাজাও বাঁশি প্রাণ তো মানে না রে, কালা
অসময়ে বাজাও বাঁশি প্রাণ তো মানে না রে, কালা
সময় বোঝো না

অসময়ে বাজাও বাঁশি প্রাণ তো মানে না রে, কালা
সময় বোঝো না



Credits
Writer(s): Sachin Dev Burman, Ravi Guha Majumder
Lyrics powered by www.musixmatch.com

Link