Kal Sape Dongse Amay

ও, কালসাপে দংশে আমায়
ওঝা হয়ে সে যেন রে এই বিষ নামায়
কালসাপে দংশে আমায়
ওঝা হয়ে সে যেন রে এই বিষ নামায়

ছোবল খেয়ে কালো হইলাম
গৌরবরন হারাইলাম
গৌরবরন হারাইলাম
এখন আমার কী হবে উপায়?
ছোবল খেয়ে কালো হইলাম
গৌরবরন হারাইলাম
এখন আমার কী হবে উপায়?

যার রূপেতে মজেছিলাম হায়
হায়রে, যার রূপেতে মজেছিলাম হায়
সে কালাচাঁদ আমারে গো কলঙ্কে ডুবায়

কালসাপে দংশে আমায়
ওঝা হয়ে সে যেন রে এই বিষ নামায়

মরণ-বাঁচন কালার হাতে
মারিয়া পারে বাঁচাইতে
এমন বৈদ্য পাবে কে কোথায়?
মরণ-বাঁচন কালার হাতে
মারিয়া পারে বাঁচাইতে
এমন বৈদ্য পাবে কে কোথায়?

কৃষ্ণপ্রেমে মরি যদি হায়
অবশেষে কালা যেন আমারে বাঁচায়

কালসাপে দংশে আমায়, আমায়
কালসাপে দংশে আমায়
ওঝা হয়ে সে যেন রে এই বিষ নামায়



Credits
Writer(s): Sachin Dev Burman, Meera Deb Burman
Lyrics powered by www.musixmatch.com

Link