Aamaar Jutotaa Jaapaane

আমার জুতোটা জাপানি, এই পাতলুন ইংলিশতানি
মাথায় লাল টুপি রুশি, কিন্তু মনটা হিন্দুস্তানি
আমার জুতোটা জাপানি, এই পাতলুন ইংলিশতানি
মাথায় লাল টুপি রুশি, কিন্তু মনটা হিন্দুস্তানি
আমার জুতোটা জাপানি

বেরিয়ে পড়েছি খোলা পথে যে, এই যে খোলা প্রাণে
এই যে খোলা প্রাণে
কোথায় চলেছি, থামবো কোথায় তা ওপরওয়ালাই জানে
ওপরওয়ালাই জানে

শুধু তাঁকেই আমি জানি, শুধু তাঁকেই আমি মানি
মাথায় লাল টুপি রুশি, কিন্তু মনটা হিন্দুস্তানি
আমার জুতোটা জাপানি, এই পাতলুন ইংলিশতানি
মাথায় লাল টুপি রুশি, কিন্তু মনটা হিন্দুস্তানি
আমার জুতোটা জাপানি

কোথাও উঁচু, কোথাও নিচু, চলে জীবন লহরী
চলে জীবন লহরী
বেকুব যারা, বোঝে না তারা, ভাবে কেবলই কী করি
ভাবে কেবলই কী করি

কোটি জীবনের জীবনী, চির যুগেরই কাহিনী
মাথায় লাল টুপি রুশি, কিন্তু মনটা হিন্দুস্তানি
আমার জুতোটা জাপানি, এই পাতলুন ইংলিশতানি
মাথায় লাল টুপি রুশি, কিন্তু মনটা হিন্দুস্তানি
আমার জুতোটা জাপানি

মনে আমি রাজার কুমার, প্রাণে বাদশাহজাদা
প্রাণে বাদশাহজাদা
সিংহাসনে বসেও আমার মনটা থাকে সাদা
মনটা থাকে সাদা

প্রেম-ভালোবাসার বাণী, আমি সবার কাছেই আনি
মাথায় লাল টুপি রুশি, কিন্তু মনটা হিন্দুস্তানি
আমার জুতোটা জাপানি, এই পাতলুন ইংলিশতানি
মাথায় লাল টুপি রুশি, কিন্তু মনটা হিন্দুস্তানি
আমার জুতোটা জাপানি



Credits
Writer(s): Jaikshan Shankar, Pulak Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link