Ekdin Oi Dehotaa

একদিন ঐ দেহটা হবে যে ছাই
ঘুরবে পৃথিবীটা তোমাকে ছাড়াই
একদিন ঐ দেহটা হবে যে ছাই
ঘুরবে পৃথিবীটা তোমাকে ছাড়াই
যে ক'দিন রয়েছো, গান গেয়ে যাও
ঐ গান রেখে তুমি বিদায় নেবে, নাও
একদিন ঐ দেহটা হবে যে ছাই
ঘুরবে পৃথিবীটা তোমাকে ছাড়াই

শত্রুরা পথে কাঁটা রাখবে ঢেলে
বন্ধুরা সেসব কাঁটা দেবে ফেলে
শত্রুরা পথে কাঁটা রাখবে ঢেলে
বন্ধুরা সেসব কাঁটা দেবে ফেলে

এ হাসি, এ আলো, এই ব্যথা, এই কালো
ক্ষতি কী তার মাঝে পাটা বাড়ালে?
তা-রাম-পাম, তারা যে ঝরে যায়, তার কী আসে যায়?
ঘরে যে জ্বলে দীপ, নেবে শুধু তাই

একদিন ঐ দেহটা হবে যে ছাই
ঘুরবে পৃথিবীটা তোমাকে ছাড়াই

চলতে যে হবে পথ, চাই ঠিকানা
এখনো সে ঠিকানা হয়নি জানা
চলতে যে হবে পথ, চাই ঠিকানা
এখনো সে ঠিকানা হয়নি জানা

এই পথে এই চলা, এই সুরে এই বলা
বুকেতে নাও তুলে, মেনো না মানা
তা-রাম-পাম, মুখে যা বলে যাই, কাজে তা করে যাই
চাইলে শুধু তাই ভালোবাসা চাই

একদিন ঐ দেহটা হবে যে ছাই
ঘুরবে পৃথিবীটা তোমাকে ছাড়াই
যে ক'দিন রয়েছো, গান গেয়ে যাও
ঐ গান রেখে তুমি বিদায় নেবে, নাও
একদিন ঐ দেহটা হবে যে ছাই
ঘুরবে পৃথিবীটা তোমাকে ছাড়াই



Credits
Writer(s): Pulak Banerjee, Rahul Dev Burman
Lyrics powered by www.musixmatch.com

Link