Amar Naam Raju

আমার নাম রাজু, ঠিকানা দিলাম
আমার নাম রাজু, ঠিকানা দিলাম
বয় যেথা গঙ্গা, সেই দেশে মোর ধাম
আমার নাম রাজু, ঠিকানা দিলাম
বয় যেথা গঙ্গা, সেই দেশে মোর ধাম
আমার নাম রাজু

কাজ হলো মোর রোজ গান বানানো
সেই গান বানিয়ে সবাইকে শোনানো
কেউ না শোনে তো নিজেকে জানানো
কেউ না শোনে তো নিজেকে জানানো

কভু কিছু পাবো, সুখে ভরে যাবো
কভু কিছু পাবো না, পাবো এই যে বেদনা
তবু আমি শুধু যে এইটুকু চাই
কিছু পাই বা না পাই, আশা হারাবো না

আমার নাম রাজু, ঠিকানা দিলাম
বয় যেথা গঙ্গা, সেই দেশে মোর ধাম
আমার নাম রাজু

ওই যে মেঘে ঢাকে আকাশের বেলা
তারই নিচে পথ চলি আমি যে একলা
ঘুরে ঘুরে দেখি আমি দুনিয়ারই খেলা
ঘুরে ঘুরে দেখি আমি দুনিয়ারই খেলা

যেন মান করে দূরে যেও না সরে
আমি নিজেরই কাছে নিজে রই যে অচেনা
তবুও সবাইকে ভালোবেসে যাই
তাকে নাও বা না নাও, জেনো খাঁটি সে সোনা

আমার নাম রাজু, ঠিকানা দিলাম
আমার নাম রাজু, ঠিকানা দিলাম
বয় যেথা গঙ্গা, সেই দেশে মোর ধাম
আমার নাম রাজু, ঠিকানা দিলাম
বয় যেথা গঙ্গা, সেই দেশে মোর ধাম
আমার নাম রাজু



Credits
Writer(s): Jaikshan Shankar, Pulak Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link