O Mor Mayna Go - Original

ও মোর ময়না গো
ও মোর ময়না গো
কার কারণে তুমি একেলা?
কার বিহনে বিহনে দিবানিশি যে উতলা?
সে তো আসবে না
সে তো ফিরবে না, ফিরবে না
ও মোর ময়না গো

দূর, দূর, দূর, দূর-পানে আনমনে চাহিয়া
কী বিরাগের রাগিণী যাও গাহিয়া
দূর, দূর, দূর, দূর-পানে আনমনে চাহিয়া
কী বিরাগের রাগিণী যাও গাহিয়া

সবুজে সবুজে ভরা বনানী
ফুরাবে ফাগুন বুঝি জানোনি
সবুজে সবুজে ভরা বনানী
ফুরাবে ফাগুন বুঝি জানোনি
হায় রে, হায় রে, বুঝি তা জানোনি

ময়না গো
ও মোর ময়না গো

ঝর-ঝর-ঝর দু'নয়ন ঝরঝর ঝরায়ে
কেন থাকো বিষাদে মন ভরায়ে
ঝর-ঝর-ঝর দু'নয়ন ঝরঝর ঝরায়ে
কেন থাকো বিষাদে মন ভরায়ে

যা কিছু হারায়ে গেল, যাক না
নীল আকাশে মেলো পাখনা
যা কিছু হারায়ে গেল, যাক না
নীল আকাশে মেলো পাখনা
দাও রে দাও রে মেলে পাখনা

ময়না গো
ও মোর ময়না গো
কার কারণে তুমি একেলা?
কার বিহনে বিহনে দিবানিশি যে উতলা?
সে তো আসবে না
সে তো ফিরবে না, ফিরবে না
ও মোর ময়না গো



Credits
Writer(s): Salil Chowdhury
Lyrics powered by www.musixmatch.com

Link