Bandu Tin Din Tor Barite Gelam - Original

বন্ধু, তিনদিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না
বন্ধু, তিনদিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না
বন্ধু, তিনদিন

গাঙ পাড় হইতে ছয় আনা, ফিরা আইতে ছয় আনা
গাঙ পাড় হইতে ছয় আনা, ফিরা আইতে ছয় আনা

আইতে-যাইতে ১২ আনা উশুল হইলো না

বন্ধু, তিনদিন, হায়-হায়
ও বন্ধু, তিনদিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না
বন্ধু, তিনদিন

বুধবারে শুভযাত্রা, বিশুধবারে মানা
শুক্কুরবারে প্রেম-পিরিতি হয়না ১৬ আনা

শনিবারে গিয়াও তোর দেখা পাইলাম না

বন্ধু, তিনদিন, হায় রে
ও বন্ধু, তিনদিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না
বন্ধু, তিনদিন

তোর কাছে যাইবার বেলায় ঠোঁট রাঙাই পানে
একলা পাইয়া ঘাটের মাঝি উল্টা বৈঠা টানে

কাপড় ভিজ্জা যাওয়ার ভয়ে সাঁতার দিলাম না

বন্ধু, তিনদিন, হায় রে
ও বন্ধু, তিনদিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না
বন্ধু, তিনদিন

ঝড়-বৃষ্টি মাথায় লইয়া গেলাম রাতের বেলা
গিয়া দেখি কাঠের দরজায় লোহার একখান তালা

চাবি লইয়া নিঠুর কালা তুই তো আইলি না

বন্ধু, তিনদিন, হায় হায়
ও বন্ধু, তিনদিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না
বন্ধু, তিনদিন

গাঙ পাড় হইতে ছয় আনা, ফিরা আইতে ছয় আনা
গাঙ পাড় হইতে ছয় আনা, ফিরা আইতে ছয় আনা

আইতে-যাইতে ১২ আনা উশুল হইলো না

বন্ধু, তিনদিন, হায় রে
ও বন্ধু, তিনদিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না

বন্ধু, তিনদিন, হায় হায়
ও বন্ধু, তিনদিন, হোয় হোয়
ও বন্ধু, তিনদিন, হায় হায়
ও বন্ধু, তিনদিন, হায় রে
ও বন্ধু, তিনদিন, হায় হায়
ও বন্ধু, তিনদিন, হোয় হোয়



Credits
Writer(s): Allauddin Ali, Gazi Mazharul Anwar
Lyrics powered by www.musixmatch.com

Link