Aro Kichhukhan Na Hoy Bosiyo - Original

আরো কিছুখন নাহয় বসিয়ো পাশে
আরো যদি কিছু কথা থাকে তাই বলো
শরত আকাশ হেরো ম্লান হয়ে আসে
বাষ্প আভাসে দিগন্ত ছলোছলো ছলোছলো
আরো কিছুখন

জানি তুমি কিছু চেয়েছিলে দেখিবারে
তাই তো প্রভাতে এসেছিলে মোর দ্বারে
দিন না ফুরাতে দেখিতে পেলে কি তারে
হে পথিক, বলো বলো

সে মোর অগম অন্তরপারাবারে
রক্তকমল তরঙ্গে টলোমলো
দেখিতে পেলে কি তারে
হে পথিক, বলো বলো

আরো কিছুখন

দ্বিধাভরে আজও প্রবেশ কর নি ঘরে
বাহির আঙনে করিলে সুরের খেলা
জানি না কী নিয়ে যাব যে দেশান্তরে
হে অতিথি, আজি শেষ বিদায়ের বেলা
করিলে সুরের খেলা

প্রথম প্রভাতে সব কাজ তব ফেলে
যে গভীর বাণী শুনিবারে কাছে এলে
কোনোখানে কিছু ইশারা কি তার পেলে
হে পথিক, বলো বলো

সে বাণী আপন গোপন প্রদীপ জ্বেলে
রক্ত আগুনে প্রাণে মোর জ্বলোজ্বলো
ইশারা কি তার পেলে
হে পথিক, বলো বলো

আরো কিছুখন নাহয় বসিয়ো পাশে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link