Beparoa Prem

বেহিসেবি রাস্তায়, ধূসর বেঠিক রাস্তায়
পায়ে জীবন ঠেকছে, না-কি ঠেকছে না?
ঠেকছে রঙিন আকাশ, আমার-তোমার আকাশ
জমছে জীবন জমছে, না-কি জমছে না?

তাকাও আমার দিকে, ভালো করে তাকাও (তাকাও)
আমার চোখে বিপন্নতা
জড়াও আমায় তুমি, ভালো করে জড়াও (জড়াও)
ভালোবাসো আমাকে, ভালো-ভালো-ভালোবাসো (সবাই)

আজ মন আমার তোমাকে ছোঁবে তাই (dot ball)
খেয়ালি এক হাওয়া বয়ে যায় (সবাই মিলে)
আজ মন আমার তোমাকে ছোঁবে তাই
খেয়ালি এক হাওয়া বয়ে যায় (চুম্মা, everybody)
বয়ে যায়, বয়ে যায়, বয়ে যায়

মিলছে জীবন মিলছে, নীল নীল রঙে মিলছে
চোখে রঙের নেশা, না-কি কামনা?
Canvasএ রং ঝরছে, আগুন রঙে ঝরছে
বিবর্ণ কোন ছবি, না-কি যন্ত্রণা?

তাকাও আমার দিকে, ভালো করে তাকাও (তাকাও)
আমার এ চোখে বিপন্নতা
জড়াও আমায় তুমি, ভালো করে জড়াও (জড়াও)
ভালোবাসো আমাকে, ভালো-ভালো-ভালোবাসো

আজ মন আমার তোমাকে ছোঁবে তাই (dot ball)
খেয়ালি এক হাওয়া বয়ে যায় (সবাই মিলে)
আজ মন আমার তোমাকে ছোঁবে তাই
খেয়ালি এক হাওয়া বয়ে যায় (চুম্মা, everybody)
বয়ে যায়, বয়ে যায়

আজকে হায় এই পথ মনে হয় বেচাকেনা
বেচছি মন, কিনছি মন, লেনাদেনাতে কাটবে জীবন
মনে হয় বহু সুদূরে মরীচিকা
বেদুইন মন আমার, ঘুরে-ঘুরে-ঘুরে-ঘুরে-ঘুরে-ঘুরে-ঘুরে-ঘুরে-যায়

স্বপ্ন ভেঙে গেলে, এই রেশ কেটে গেলে
তুমি থাকবে পাশে, না-কি থাকবে না?
বেদম ভীষণ স্বপ্ন, বিটকেল মনের স্বপ্ন
ভীষণ খারাপ আমি, না-কি খারাপ না?

তাকাও আমার দিকে, ভালো করে তাকাও (তাকাও)
আমার এ চোখে বিপন্নতা
জড়াও আমায় তুমি, ভালো করে জড়াও (জড়াও)
ভালোবাসো আমাকে, ভালো-ভালো-ভালোবাসো (সবাই)

আজ মন আমার তোমাকে ছোঁবে তাই (dot ball)
খেয়ালি এক হাওয়া বয়ে যায় (সবাই মিলে)
আজ মন আমার তোমাকে ছোঁবে তাই
খেয়ালি এক হাওয়া বয়ে যায় (চুম্মা, everybody)

(Dot ball)
(সবাই মিলে)
(চুম্মা, everybody)
আজ মন আমার তোমাকে ছোঁবে তাই
ফেরারি এক লিলুয়া বয়ে যায়
আজ মন আমার তোমাকে ছোঁবে তাই
খেয়ালি এক হাওয়া বয়ে যায়
বয়ে যায়, বয়ে যায়, বয়ে যায়



Credits
Writer(s): Rupankar Bagchi
Lyrics powered by www.musixmatch.com

Link