Chhotto E Hate

ছোট্ট এ হাতে ছোট্ট রঙতুলি
ছোট্ট এ মনে আমার দিনগুলি
ছোটাছুটি নয়, অবসর সময়
ছোট্ট এ মনে বয়স কমে যায়

তুমি ভাবো বোধহয়
আমি হায় স্বপ্ন দেখি শুধু
তাই খালি এ গানে, সে গানে
উদাসী মন একঘেয়ে শোনো

ছোট্ট এ হাতে ছোট্ট রঙতুলি
ছোট্ট এ মনে আমার দিনগুলি

আঁকছি এই দেখ সন্দেহকে আজ
তুমি তো ভাবো আমার নেই যে কাজ
আঁকছি এই দেখো সন্দেহকে আজ
তুমি তো ভাবো আমার নেই যে কাজ

তুমি ভাবো বোধ হয়
সে যে হায় স্বপ্ন দেখে শুধু
তাই খালি এ গানে, সে গানে
উদাসী মন একঘেয়ে

ছোট্ট এ হাতে ছোট্ট রঙতুলি
ছোট্ট এ মনে আমার দিনগুলি

ভাবছি এই শোনো- ভুলব সব আমি
সবটা ছিল যা, যত সব দামি
ভাবছি এই শোনো- ভুলব সব আমি
সবটা ছিল যা, যত সব দামি

তুমি ভাবো বোধ হয়
সে তো হায় স্বপ্ন কেনে শুধু
তাই খালি এ গানে, সে গানে
উদাসী মন একঘেয়ে শোনো

ছোট্ট এ হাতে ছোট্ট রঙতুলি
ছোট্ট এ মনে আমার দিনগুলি
ছোটাছুটি নয়, অবসর সময়
ছোট্ট এ মনে হায় বয়স বেড়ে যায়



Credits
Writer(s): Rupankar Bagchi
Lyrics powered by www.musixmatch.com

Link