Bhokatta

এক স্বপ্নতে যত্ন
এক স্বপ্নতে চুরমার
আজ দিনটা গেল বেশ
কাল হয়তোবা ছারখার

এক স্বপ্নতে যত্ন
এক স্বপ্নতে চুরমার
আজ দিনটা গেল বেশ
কাল হয়তোবা ছারখার

এ গোলমেলে চলায় জীবন কাকেই বা সামলায়
"আমি, তুমি ও তারা"-য় জীবন-ঘুড়ি কেটে যায়

ভোকাট্টা তোমার ভালোবাসা
ভোকাট্টা জমানো অভিলাষা
ভোকাট্টা সুখী সুখী বাঁচা
ভোকাট্টা বাঁচার কামনায়

ও, ভাবনায় শান দাও রে
ফাঁকতালে নিজে বাঁচো রে
এদিক ফেরো ওদিকে
ঝড়কে রুখে রাখো রে

সামাল, সুতোরই এক টানে হারাবে
ও তোমার ইহকালের সফলতা চমকে বিষম খায়

ভোকাট্টা তোমার ভালোবাসা
ভোকাট্টা জমানো অভিলাষা
ভোকাট্টা সুখী সুখী বাঁচা
ভোকাট্টা বাঁচার কামনায়

ও, দুনিয়ার অবোধ সাগরে
ভাসাও জীবন, ভাসাও রে
সুনসান কালো আঁধারে
মিছেই আলো সাজাও রে

সামাল, সুজনের সাবধানী আড়ালে
ও আমার সাদামাটা আকুলতা মুচকি হেসে যায়

ভোকাট্টা তোমার ভালোবাসা
ভোকাট্টা জমানো অভিলাষা
ভোকাট্টা সুখী সুখী বাঁচা
ভোকাট্টা বাঁচার কামনায়

এক স্বপ্নতে যত্ন
এক স্বপ্নতে চুরমার
আজ দিনটা গেল বেশ
কাল হয়তোবা ছারখার

এক স্বপ্নতে যত্ন
এক স্বপ্নতে চুরমার
আজ দিনটা গেল বেশ
কাল হয়তোবা ছারখার

এ গোলমেলে চলায় জীবন কাকেই বা সামলায়
আমি, তুমি ও তারায় জীবন-ঘুড়ি কেটে যায়

ভোকাট্টা তোমার ভালোবাসা
ভোকাট্টা জমানো অভিলাষা
ভোকাট্টা সুখী সুখী বাঁচা
ভোকাট্টা বাঁচার কামনায় (ভোকাট্টা)

ভোকাট্টা তোমার ভালোবাসা
ভোকাট্টা জমানো অভিলাষা
ভোকাট্টা সুখী সুখী বাঁচা
ভোকাট্টা, জীবন ভোকাট্টা



Credits
Writer(s): Rupankar Bagchi
Lyrics powered by www.musixmatch.com

Link