Mini Prem

এ নটে, গা মুছে দে
ও ঘচু, পা টিপে দে
এই টিটো, গিটারটা কই?
বাংলা band খুলে দে
জেঠু, চায়ে বেশি চিনি
আজ পাশের বাড়ির মিনি
মিনি আজ সকালে ছাদে
বাঁ চোখ মেরেছে জয় রাধে

ও নটে, গা মুছে দে
ঘচু, পা টিপে দে
টিটো, গিটারটা কই?
বাংলা band খুলে দে
জেঠু, চায়ে বেশি বেশি চিনি
আজ পাশের বাড়ির মিনি
মিনি আজ সকালে ছাদে
বাঁ চোখ মেরেছে জয় রাধে

মিনি, আমার মিনি, সোনা মিনি, ঘন্টুমনি রে
মিনি, 'মিনি-মিনি' করে জীবন যেন দিই কাটিয়ে
ও পঁচা, মিনি চোখে, মিনি বুকে
Minibus-এ মিনমিনিয়ে

এমনিতেই তোরা জানিস আমি কত সরল
যোগ, ভাগ, বিয়োগ করে এ মন আমার তরল
টলটল করছে এমন কোন পাত্রে ঢালি
মিনি যদি সোহাগ করে মিনি উপরওয়ালি

ঘচু, চিমটি কেটে দে
মাথার ঘাম মুছে দে
গা-টা শিরশির করছে
খালি 'মিনি, মিনি' করছে
জেঠু, চায়ে বেশি চিনি
আজ পাশের বাড়ির মিনি, মিনি
মিনি আজ সকালে ছাদে
বাঁ চোখ মেরেছে জয় রাধে

মিনি, আমার মিনি, সোনা মিনি, ঘন্টুমনি রে
মিনি, 'মিনি-মিনি' করে জীবন যেন দিই কাটিয়ে
ও পঁচা, মিনি চোখে, মিনি বুকে
Minibus-এ মিনমিনিয়ে

বাবা বলে- 'লম্বকর্ণ', কেন বলে কে জানে
মা আমায় 'সোনা' বলে, আমি জানি তার মানে
মিনি কী বলবে আমায়, কী নামে যে ডাকবে
ও পঁচা, আমায় দেখে মিনি কী ভাববে?

জেঠু, মিনি আর কার
আমার mini moneybag
টিটো, ব্যান্ডের নাম মিনি
কেমন হয় বল দিকিনি?
জেঠু, চায়ে mini চিনি
আজ আমার সোনা মিনি
সোনা আজ সকালে ছাদে
বাঁ চোখ মেরেছে জয় রাধে

মিনি, আমার মিনি, সোনা মিনি, ঘন্টুমনি রে
মিনি, 'মিনি-মিনি' করে জীবন
এ পঁচা, মিনি চোখে, মিনি বুকে
Minibus-এ মিনমিনিয়ে, হায়

'মিনি-মিনি' করে জীবন যেন দিই কাটিয়ে
ও পঁচা, মিনি চোখে, মিনি বুকে
Minibus-এ মিনমিনিয়ে, হায়



Credits
Writer(s): Rupankar Bagchi
Lyrics powered by www.musixmatch.com

Link