Tomar Beena Amar Monomajhe

তোমার বীণা আমার মনোমাঝে
কখনো শুনি, কখনো ভুলি, কখনো শুনি না যে
তোমার বীণা
কখনো শুনি, কখনো ভুলি, কখনো শুনি না যে

আকাশ যবে শিহরি উঠে গানে
গোপন কথা কহিতে থাকে ধরার কানে কানে
তাহার মাঝে সহসা মাতে বিষম কোলাহলে
আমার মনে বাঁধনহারা স্বপন দলে দলে
হে বীণাপাণি, তোমার সভাতলে
আকুল হিয়া উন্মাদিয়া বেসুর হয়ে বাজে

তোমার বীণা

চলিতেছিনু তব কমলবনে
পথের মাঝে ভুলালো পথ উতলা সমীরণে
তোমার সুর ফাগুনরাতে জাগে
তোমার সুর অশোকশাখে অরুণরেণুরাগে
সে সুর বাহি চলিতে চাহি আপন-ভোলা মনে
গুঞ্জরিত-ত্বরিত-পাখা মধুকরের সনে

কুহেলী কেন জড়ায় আবরণে
আঁধারে আলো আবিল করে, আঁখি যে মরে লাজে

তোমার বীণা



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link