Aaji Barishanmukharita Shrabanraati

আজি বরিষনমুখরিত শ্রাবণরাতি
স্মৃতিবেদনার মালা একেলা গাঁথি
আজি বরিষনমুখরিত শ্রাবণরাতি
স্মৃতিবেদনার মালা একেলা গাঁথি
আজি বরিষনমুখরিত

আজি কোন ভুলে ভুলি আঁধার ঘরেতে রাখি দুয়ার খুলি
আজি কোন ভুলে ভুলি আঁধার ঘরেতে রাখি দুয়ার খুলি
মনে হয় বুঝি আসিছে সে
মোর দুখরজনীর সাথি

আজি বরিষনমুখরিত

আসিছে সে ধারাজলে সুর লাগায়ে
নীপবনে পুলক জাগায়ে

আসিছে সে ধারাজলে সুর লাগায়ে
নীপবনে পুলক জাগায়ে
যদিও বা নাহি আসে তবু বৃথা আশ্বাসে
যদিও বা নাহি আসে তবু বৃথা আশ্বাসে
ধুলি পরে রাখিব রে মিলন আসনখানি পাতি

আজি বরিষনমুখরিত শ্রাবণরাতি
স্মৃতিবেদনার মালা একেলা গাঁথি
আজি বরিষনমুখরিত



Credits
Writer(s): Tagore Rabindranath
Lyrics powered by www.musixmatch.com

Link