Oi Maraner Sagarpaare

ওই মরণের সাগরপারে চুপে চুপে
এলে তুমি, এলে ভুবনমোহন স্বপনরূপে
এলে তুমি ভুবনমোহন স্বপনরূপে
ওই মরণের সাগরপারে চুপে চুপে
এলে তুমি, এলে

কান্না আমার সারা প্রহর তোমায় ডেকে
ঘুরেছিল চারি দিকের বাধায় ঠেকে
কান্না আমার সারা প্রহর তোমায় ডেকে
ঘুরেছিল চারি দিকের বাধায় ঠেকে
বন্ধ ছিলেম এই জীবনের অন্ধকূপে
আজ এসেছ ভুবনমোহন স্বপনরূপে
আজ এসেছ ভুবনমোহন স্বপনরূপে

ওই মরণের সাগরপারে চুপে চুপে
এলে তুমি, এলে

আজ কী দেখি, দেখি, দেখি
আজ কী দেখি কালো চুলের আঁধার ঢালা
তারি স্তরে স্তরে সন্ধ্যাতারার মানিক জ্বালা
আজ কী দেখি

আকাশ আজি গানের ব্যথায় ভরে আছে
ঝিল্লিরবে কাঁপে তোমার পায়ের কাছে
বন্দনা তোর পুষ্পবনের গন্ধধূপে
আজ এসেছ ভুবনমোহন স্বপনরূপে
আজ এসেছ ভুবনমোহন স্বপনরূপে

ওই-



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link