Tar Hate Chhilo Hasir Phuler

তার হাতে ছিল হাসির ফুলের হার
কত রঙে রঙ করা
রঙে রঙে রঙ করা
তার হাতে ছিল...
মাের সাথে ছিল দুখের ফলের ভার
অশ্রুর রসে ভরা
রসে রসে ভরা
তার হাতে ছিল...

সহসা আসিল, কহিল সে সুন্দরী
"এসাে, এসাে, এসাে-না বদল করি"
সহসা আসিল, কহিল সে সুন্দরী
"এসাে, এসাে, এসাে-না বদল করি"
মুখপানে তার চাহিলাম, মরি মরি
নিদয়া সে মনোহরা

তার হাতে ছিল...

সে লইল মাের ভরা বাদলের ডালা
চাহিল সকৌতুকে
আমি লয়ে তার নব ফাগুনের মালা
তুলিয়া ধরিনু বুকে
সে লইল মাের ভরা বাদলের ডালা
চাহিল সকৌতুকে
আমি লয়ে তার নব ফাগুনের মালা
তুলিয়া ধরিনু বুকে

"মাের হল জয়" যেতে যেতে কয় হেসে
দূরে চলে গেল ত্বরা
"মাের হল জয়" যেতে যেতে কয় হেসে
দূরে চলে গেল ত্বরা
সন্ধ্যায় দেখি তপ্ত দিনের শেষে
ফুলগুলি সব ঝরা

তার হাতে ছিল হাসির ফুলের হার
কত রঙে রঙ করা
রঙে রঙে রঙ করা
তার হাতে ছিল...



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link