Hathaat Rastay

হঠাৎ রাস্তায় আপিস অঞ্চলে
হারিয়ে যাওয়া মুখ চমকে দিয়ে বলে
"বন্ধু, কী খবর বল?
কতদিন দেখা হয়নি"

হঠাৎ রাস্তায় আপিস অঞ্চলে
হারিয়ে যাওয়া মুখ চমকে দিয়ে বলে
"বন্ধু, কী খবর বল?
কতদিন দেখা হয়নি"

পুরোনো দোকানে বিগত আড্ডা
বিগত ঝগড়া, বিগত ঠাট্টা
বন্ধু, কী খবর বল?
কতদিন দেখা হয়নি

হঠাৎ রাস্তায় আপিস অঞ্চলে
হারিয়ে যাওয়া মুখ চমকে দিয়ে বলে
"বন্ধু, কী খবর বল?
কতদিন দেখা হয়নি
কতদিন দেখা হয়নি"

দলাদলির দিন, গলাগলির দিন
দলাদলির দিন, গলাগলির দিন
হঠাৎ অকারণে হেসে ওঠার দিন
বন্ধু, কী খবর বল?
কতদিন দেখা হয়নি

হারানো লেত্তি, হারানো লাট্টু
সময় চলে যায়, বেয়ারা টাট্টু, বন্ধু
হারানো লেত্তি, হারানো লাট্টু
সময় চলে যায়, বেয়ারা টাট্টু
বন্ধু, কী খবর বল?
কতদিন দেখা হয়নি

সময় চলে গেছে এবং চলছে
চলতি জীবনের গল্প বলছে
সময় চলে গেছে এবং চলছে
চলতি জীবনের গল্প বলছে

পাল্টে গেলি তুই, আমিও পাল্টে
গিয়েছি মাঝপথে, হাঁটতে হাঁটতে
বন্ধু, কী খবর বল?
কতদিন দেখা হয়নি

হঠাৎ রাস্তায় আপিস অঞ্চলে
হারিয়ে যাওয়া মুখ চমকে দিয়ে বলে
"বন্ধু, কী খবর বল?
কতদিন দেখা হয়নি
কতদিন দেখা হয়নি"



Credits
Writer(s): Suman Chattopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link