Surjo Bollo Ish

সূর্য বললো, "ইশ!
আমি উঠলাম ভাগ্যিস!
তাই রাত্তির হলো ভোর"
সূর্য বললো, "ইশ!
আমি উঠলাম ভাগ্যিস
তাই রাত্তির হলো ভোর"

মানুষ বললো, "ধুত!
তোর যুক্তিটা অদ্ভুত
আমরা ছিলাম বলেই দিলাম
সূর্য নামটা তোর
সূর্য নামটা তোর"

সূর্য বললো, "ইশ
আমি উঠলাম ভাগ্যিস
তাই রাত্তির হলো ভোর"
মানুষ বললো, "ধুত!
তোর যুক্তিটা অদ্ভুত
আমরা ছিলাম বলেই দিলাম
সূর্য নামটা তোর
সূর্য নামটা তোর"

আকাশ বললো, "থাক!
ওই উটকো তর্ক রাখ
দেখ আমার রঙেই ভোর"
আকাশ বললো, "থাক
ওই উটকো তর্ক রাখ
দেখ আমার রঙেই ভোর"

মানুষ বললো, "বটে!
শুধু মিথ্যে কথাই রটে
মানুষ জাগবে তবেই কাটবে
অন্ধকারের ঘোর
অন্ধকারের ঘোর"

সময় বললো, "না!
আমি কিছুই মানছি না
ভোর আমার হাতেই বাঁধা"
সময় বললো, "না!
আমি কিছুই মানছি না
ভোর আমার হাতেই বাঁধা"

মানুষ বললো, "থাম!
তোর এমনিতে বদমান"
মানুষ বললো, "থাম!
তোর এমনিতে বদমান
দুঃসময়টা তোরই ন্যাওটা
জঘন্য এক ধাঁধা"

বাতাস বললো, "সর!
তোরা ঝগড়া করেই মর
যত ঝগড়ুটেদের ভঙ্গি"
বাতাস বললো, "সর!
তোরা ঝগড়া করেই মর
যত ঝগড়ুটেদের ভঙ্গি"

মানুষ বললো, "বেশ!
হোক ঝগড়াঝাটির শেষ"
মানুষ বললো, "বেশ!
হোক ঝগড়া ঝাটির শেষ
আয় বুকের হাঁপরে সুবাতাস ভরে
আয় বুকের হাঁপরে সুবাতাস ভরে
ভোরকেই করি সঙ্গী"



Credits
Writer(s): Suman Chattopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link