Sakal Belar Roddur

সকাল বেলার রোদ্দুর যেই মাটিতে পা ফেলেছে
একটা চড়াই অমনি দেখি এক্কা দোক্কা খেলছে

সকাল বেলার রোদ্দুর যেই মাটিতে পা ফেলেছে
একটা চড়াই অমনি দেখি এক্কা দোক্কা খেলছে

ছক কেটেছে গাছের ছায়া এবং রোদের দ্বন্দ্ব
সঙ্গে আছে ঘুম ভাঙা সব ঘাসের সোঁদা গন্ধ
গাছ-গাছালি হাতগুলোকে আকাশ-পানে মেলছে
একটা চড়াই অমনি দেখি এক্কা দোক্কা খেলছে

যে মেয়েটার খেলা দেখে চড়াই পাখির শেখা
সেই মেয়েটাই যাবে স্কুলে রিকশা চেপে একা
খেলার সময় তার বড়ো কম, পড়াশুনোই মস্ত
ছোট্ট মাথা পড়ার চাপে ভীষণ বিপর্যস্ত

স্কুলের পড়ার সঙ্গে আছে
স্কুলের পড়ার সঙ্গে আছে পাড়ার গানের স্কুল
নিয়ম করে শিখতে হবে রবীন্দ্র-নজরুল
মায়ের ভীষণ ইচ্ছে মেয়ে আঁকার স্কুলেও যাক
মায়ের ভীষণ ইচ্ছে মেয়ে আঁকার স্কুলেও যাক
বাবার দাবি তারই সঙ্গে কত্থকটাও থাক

মায়ের প্রশ্ন
মায়ের প্রশ্ন সাঁতারটাই বা বাতিল হবে কেন
ছেলেবেলা থেকেই মেয়ে চৌকস হয় যেন
চৌকস তো হচ্ছে মেয়ে সকাল-সন্ধ্যেবেলা
হয় না এখন আপন মনে এক্কা দোক্কা খেলা

ছিল যখন syllabus-এর বাইরে মেয়ের খেলা
একটা চড়াই দেখতো চেয়ে সকাল-বিকেলবেলা
এখন সময় সকাল-বিকেল দীর্ঘশ্বাস ফেলে
মেয়ের খেলা বন্ধ বলে চড়াই পাখি খেলে
সকালবেলার রোদ্দুর যেই মাটিতে পা ফেলেছে
একটা চড়াই অমনি দেখি এক্কা দোক্কা খেলছে



Credits
Writer(s): Suman Chattopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link