Bose Aanko

বাচ্চারা কেউ ঝামেলা কোরো না
উল্টোপাল্টা প্রশ্ন কোরো না
খেলা, ছোটাছুটি, বেয়াদবি সব
চুপচাপ বসে থাকো

তোমাদের বড়ো আনন্দ আজ
বড়দের তাই বেড়ে গেছে কাজ
জমে গেছে তোমাদেরই উৎসব
বসে আঁকো, বসে আঁকো

মাঠে hall-ঘরে সুন্দর করে
আমরা আনবো তোমাদের ধরে
Line লাগাবে সৈন্যের মতো
গোলমাল হবে নাকো

রঙপেন্সিল নিজেরাই এনো
যেকোনো দোকানে সস্তায় কিনো
তারপরে দেখো মজা হবে কত
বসে আঁকো, বসে আঁকো

আঁকো ফুল, নদী, আর প্রজাপতি
আঁকো Mickey Mouse, অগতির গতি
আঁকো ফুল, নদী, আর প্রজাপতি
আঁকো Mickey Mouse, অগতির গতি
আঁকো কুঁড়েঘর, যদিও তোমরা পাকা বাড়িতেই থাকো

এঁকো না কখনও স্বদেশের মুখ
তোবড়ানো গাল, ভেঙে যাওয়া বুক
মরমর তার পরানভোমরা
বসে আঁকো, বসে আঁকো

আঁকো আলপনা, আঁকো লতাপাতা
আঁকো আলপনা, আঁকো লতাপাতা
আঁকো মহেন্দ্র দত্তর ছাতা

আঁকো English medium-এ পড়া
Twinkle twinkle little star
আহা, আঁকো English
আঁকো English medium-এ পড়া
Twinkle twinkle little star

এঁকো না তোমার চেনা রাস্তায়
কাগজ কুড়িয়ে ভরে বস্তায়
যে ছেলেটা রোজ একা চলে যায়
তার মুখ কদাকার

সেও কি কোথাও বসে ছবি আঁকে?
কারা রঙ আর খাতা দেয় তাকে?
সেও কি কোথাও বসে ছবি আঁকে?
কারা রঙ আর খাতা দেয় তাকে?
এসব প্রশ্ন কখনো কোরো না
বোবাকালা হয়ে থাকো

আমিও ভণ্ড অনেকের মতো
গান দিয়ে ঢাকি জীবনের ক্ষত
আমিও ভণ্ড অনেকের মতো
গান দিয়ে ঢাকি জীবনের ক্ষত

তবু বলি শোনো, দেখতে ভুলো না
অন্য ছবিও আঁকো, অন্য ছবিও আঁকো
অন্য ছবিও আঁকো



Credits
Writer(s): Suman Chattopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link