Chador

আমায় চাদর দিয়ে ঢেকে দিলো কে?
ছোঁয়া নিষেধ কোনো তদন্তের স্বার্থে
আমায় চাদর দিয়ে ঢেকে দিলো কে?
ছোঁয়া নিষেধ কোনো তদন্তের স্বার্থে

Please, সরে যা, যত অপোগণ্ডের দল
জমাট রক্ত ধুয়ে দিক না চোখের জল
Whoa, whoa, whoa

রাখোনি খবর, তুমি রাখোনি খোঁজ
আসলে, আমি বহুদিনই নিখোঁজ
আমি যা খুঁজি তা তোমরা খোঁজো না
চোখে বুজে আমি দেখি স্বর্গের সূচনা

হ্যাঁ, পৌঁছে গেছি লক্ষ্যে আমার
সামান্য পথ আরো
হ্যাঁ, পৌঁছে গেছি লক্ষ্যে আমার
সামান্য পথ আরো
পথ আরো
পথ আরো

আনন্দ আজ হলো পথের সাথি মোর
আনন্দ আজ জেগে আছে যে রাতভোর
আনন্দে আজ আমি আমি দেখব যে তার মুখ
আমি উৎসুক, আমি উন্মুখ

আনন্দেরও আছে কি কোনো আঁধার?
মুখ লুকিয়ে কোনো ব্যর্থ হতাশা?
সেই না পাওয়াকে আমি ছাপিয়ে যেতে চাই
কত আদরে আজ ডাকছে স্বর্গটাই

হ্যাঁ, পৌঁছে গেছি লক্ষ্যে আমার
সামান্য পথ আরো
হ্যাঁ, পৌঁছে গেছি লক্ষ্যে আমার
সামান্য পথ আরো

কোনো অশরীরী শুনি দিচ্ছে, দিচ্ছে ডাক
কিছু কিছু ইচ্ছে অবহেলায় মিশে যাক
মৃতদেহ আঁধার, আর আমি আলোকে
হ্যাঁ, ভুলে গেছি সব মন্দ-ভালোকে

স্বর্গের পথও কেন এত অন্ধকার?
স্বর্গের পথও কেন এত রহস্যের?
স্বর্গের পথে আমি অভিযাত্রী আজ
আমার দেহে ছুরি ঢোকে ময়নাতদন্তের

হ্যাঁ, পৌঁছে গেছি লক্ষ্যে আমার
সামান্য পথ আরো
হ্যাঁ, পৌঁছে গেছি লক্ষ্যে আমার
সামান্য পথ আরো

হ্যাঁ, পৌঁছে গেছি লক্ষ্যে আমার
সামান্য পথ আরো
হ্যাঁ, পৌঁছে গেছি লক্ষ্যে আমার
সামান্য পথ আরো
পথ আরো
পথ আরো

পথ আরো
পথ আরো
পথ আরো
পথ আরো
পথ আরো
পথ আরো



Credits
Writer(s): Rupam Islam
Lyrics powered by www.musixmatch.com

Link