Ghor Shajaai

আমার সব সম্পত্তি স্থাবর অস্বাবর
আমি দিয়ে যেতে চাই তোমায়
তার বদলে শুধু দিও একটা পিস্তল, ছ'টা বুলেট
আমি কিছু মানুষের মৃত্যু চাই
চাই চাই চাই

কিছু যুদ্ধ জেতা কঠিন
ঠোঁটে চুমু নেই, আছে নিকোটিন
জানি হারলেই, সোজা গিলোটিন
তবু লড়তে চাই

একটা পিস্তল, পাঁচটা গুলি
পাঁচটা গুলিবিদ্ধ খুলি
একটা বুলেটকে আজ আপন
করতে চাই

ঘর সাজাই

একটা কুকুর, পাঁচটা কামুড়
একটা জীবনে ঘুরে যাওয়া মোড়
একটা শুরুর গল্পে নাছোড়বান্দা শেষ

একটা কাচের তৈরি প্রাসাদ
যারে ভীতে শুধু অবসাদ
আমার গান কিন্তু হালকা তাসের দেশ

তদন্ত অন্ধকারে, সামন্ত ঠিক যে হারে
এই অবিরত অত্যাচারে টলছে control
যদি মরতে হয় তো হবে
আমি রাজি যেকোনও অসম্ভবে
এ রোমাঞ্চে আমারও থাকবে ডেফিনেট role

একটা আশ্রম, একজন ধ্যানী
এই লোকটা আসলে খুনি
এই লোকটা যদিও খুনি
তবুও পাপী নয়!
এই লোকটা ভাবত সোজা
তারপর একদিন রাতে
দরজা খুলে বেরিয়ে পড়ল ভুলতে
সব অভিনয় (অভিনয়, অভিনয়, অভিনয়)

প্রতি মুহুর্তে অহর্নিশে বিদায়ে
ভাঙাচোরা কার্নিশে
সেই লোকটা, মুখ লালচে আকাশে ডুবে যায়

আমার সব সম্পত্তি স্থাবর অস্বাবর
আমি দিয়ে যেতে চাই তোমায়
তার বদলে শুধু দিও একটা পিস্তল, ছ'টা বুলেট
আমি কিছু মানুষের মৃত্যু চাই

কিছু যুদ্ধ জেতা কঠিন
ঠোঁটে চুমু নেই, আছে নিকোটিন
জানি হারলেই, সোজা গিলোটিন
তবু লড়তে চাই

একটা পিস্তল, পাঁচটা গুলি
পাঁচটা গুলিবিদ্ধ খুলি
একটা বুলেটকে আজ আপন
করতে চাই

ঘর সাজাই
ঘর সাজাই



Credits
Writer(s): Rupam Islam
Lyrics powered by www.musixmatch.com

Link