Atmobisleshon

হেই, ফিরে চলি আবার, অন্ধ গলি আমার
বুঝেছি এ পথ সেখানেই শেষ, যেখানে উৎস
পাওয়া হলো না গুপ্তধন
চৌদ্দ পুরুষের উপার্জন

বলেছিলো কেউ হারিয়ে না যেতে
তাই, বন্ধ্যা আমার নিষ্ক্রমণ
হিজরে হাততালির সংবহন

দুঃস্বপ্নে, বাস্তবে, বাসস্টপে, বাথটাবে
ভেসে উঠেছে বালিকা
প্রেতের মতোই রাতে, উপসী বিছানাতে
ককিয়ে কাঁদে বালিকা

রিনরিনে কণ্ঠস্বরে, টিনটিনে অন্তঃস্থলে
চিমটি কাটে কুহেলিকা
তলপেটে বুকে পিঠে, পাঁজরে গোড়ালিতে
কামড়ে ধরেছে বালিকা

কাঁধে তার মৃতদেহ
কাঁদে সেই মৃতদেহ
কি মন্ত্রে করি অসতীর সদগতি
কোন লগ্নে হবে দাহ
কোন অনলে বিবাহ

দূত এলো দৌতগামী
ভূতে খেলো ভৌত বমি
রক্তে ভেসে যায় আমার চোখ
অপুষ্টির কার্যক্রমে, হাড়ভাঙা পণ্ডশ্রমে
নোংরা আর বোধিত হয় লোভ

আঁচড়ে দিতে কামড়ে দিতে
মাংসটাকে খুবলে নিতে
তীক্ষ্ণ ইচ্ছে হচ্ছে যখন হোক
ঝড়লে রক্ত অন্য খাতে
হেস্তনেস্ত হাতেনাতে
হয়তো হবো হিংস্র প্রশাসক

আপাতত অবসর, নির্বাসিত চরাচর
চড়ে খেয়েছি ঘাস
খেয়েছি আটার শ্রেষ্ঠ পাউরুটি
আর ঝোলা গুড়
অজাতশত্রুর কি আঙ্গুর

ফিরে চলি পর্বতে
জীবন-নদীর গর্ভতে
বিশ্লিষ্ট হয়ে ডিম্বাণু আর শুক্রাণু
আমি চাই একটা পাখি হতে
ইচ্ছেই ন্যাকামি

ফিরে চলি আবার, অন্ধ গলি আমার
বুঝেছি এ পথ সেখানেই শেষ, যেখানে উৎস
পাওয়া হলো না গুপ্তধন
চৌদ্দ পুরুষের উপার্জন

বলেছিলো কেউ হারিয়ে না যেতে
তাই, বন্ধ্যা আমার নিষ্ক্রমণ
হিজরে হাততালির সংক্রমণ



Credits
Writer(s): Rupam Islam
Lyrics powered by www.musixmatch.com

Link