Kisher Aaral

আমি তো এইভাবেই পালাই
অচেনা ভিড়ে মিশে যাই
ধরবে কে রে

অযথা পুষি না সংশয়
বুঝে নিই কোন পথে কী হয়
কীসের জেরে

অচলায়তনে ঢুকি
যেখানে অস্তিত্বেই সুখী
যত পোশাক খাকি

যুদ্ধ তাঁতায়ে আমাকে
ক্রুদ্ধ ব্যথায় হাত রাখে
দুঃখ পাখি

আমি তো এইভাবেই উড়ি
করেছি অধিকার চুরি
সমান্তরাল

আমি তো উগ্রবাদী ফের
শূন্যপন্থী এক কাফের
কীসের আড়াল

আমি তো ফাঁকতালেই পালাই
তার আগে বপন করে যাই
Operations

নিজেকে এইভাবেই বোঝাই
এটা তো সক্কলেরই চাই
একটা নতুন nation

কুকুর ছুটছে পেছনে
আড়ি পাতবে আমার phone-এ
ষড়যন্ত্র

এটুকু তো সহ্য করা যায়ই
আমি তো যুদ্ধের গানই গাই
যা বাঁচার মন্ত্র

আমার তো এরকমই শাসন
নেই বিচারের প্রহসন
আছে পিস্তল

মম চিত্তে ঔচিত্য নেই
স্বৈরাচারী রাজত্বেই
আমি all in all

নেই আমার ধর্মের বর্মসাজ
শুধু শ্রমিকের কর্মরাজ
আমার তন্ত্র

দলাদলিতেও আমি নেই
ঝলকাচ্ছে ছ'টা তারেই
ব্যক্তি স্বাতন্ত্র্য

আমি তো এইভাবেই উড়ি
করেছি অধিকার চুরি
সমান্তরাল

আমি তো উগ্রবাদী ফের
শূন্যপন্থী এক কাফের
কীসের আড়াল



Credits
Writer(s): Rupam Islam
Lyrics powered by www.musixmatch.com

Link