Bukete Jekhane Sat Ta

বুকেতে যেখানে সততা, প্রাণেতে যেখানে মমতা
আমি সে দেশের বাসী গো, আমি সে দেশের বাসী গো
যে দেশেতে গঙ্গা বয়ে যায়

বুকেতে যেখানে সততা, প্রাণেতে যেখানে মমতা
আমি সে দেশের বাসী গো, আমি সে দেশের বাসী গো
যে দেশেতে গঙ্গা বয়ে যায়

অতিথি যেখানে ভগবান, প্রাণেরই বড় মহাপ্রাণ
অতিথি যেখানে ভগবান, প্রাণেরই বড় মহাপ্রাণ
যেখানে অনেক চাওয়া নেই, খুশি যে সবাই একটুতেই
খুশি যে সবাই একটুতেই

যেখানে মাটির এই ধরণী স্নেহেতে ভরানো জননী
আমি সে দেশের বাসী গো, আমি সে দেশের বাসী গো
যে দেশেতে গঙ্গা বয়ে যায়

জানে না অন্য দেশের লোক, ফোটেনি তাদের দেখার চোখ
জানে না অন্য দেশের লোক, ফোটেনি তাদের দেখার চোখ
এই দেশ যে কত মহান দেশ, যার মহিমা কখনো হয় না শেষ
যার মহিমা কখনো হয় না শেষ

মনেতে যেখানে মিতালি, প্রাণেতে একই যে গীতালি
আমি সে দেশের বাসী গো, আমি সে দেশের বাসী গো
যে দেশেতে গঙ্গা বয়ে যায়

এখানে এসেছে যে যখন, তখনই হয়েছে সে আপন
এখানে এসেছে যে যখন, তখনই হয়েছে সে আপন
যেখানে শুধুই স্বার্থে নয়, প্রেমেতে হয় গো হৃদয় জয়
প্রেমেতে হয় গো হৃদয় জয়

জনম নিলে গো যেখানে, মন চায় মরণও সেখানে
আমি সে দেশের বাসী গো, আমি সে দেশের বাসী গো
যে দেশেতে গঙ্গা বয়ে যায়

বুকেতে যেখানে সততা, প্রাণেতে যেখানে মমতা
আমি সে দেশের বাসী গো, আমি সে দেশের বাসী গো
যে দেশেতে গঙ্গা বয়ে যায়



Credits
Writer(s): Jaikshan Shankar, Pulak Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link