Janam Hetha Maran

থাকবে যে ওই রাতের আসর
জ্বলবে তারা আকাশ জুড়ে
হয়তো আমি থাকবো না আর
হারিয়ে যাবো অনেক দূরে

ভুলবে সবাই আমার কথা
এছাড়া পথ পাবো কোথা?

জনম হেথা, মরণ হেথা
এছাড়া পথ পাবো কোথা?
জনম হেথা, মরণ হেথা
এছাড়া পথ পাবো কোথা?

শুধায় যদি কেউ, বলবো তাকে
ছিলাম যেথা, থাকবো সেথা
একটু হাসি, অনেক ব্যথা
এছাড়া পথ পাবো কোথা?

আমারই সুর, আমারই গান
শোনাবে কেউ হয়তো আবার
আমারই সুর, আমারই গান
শোনাবে কেউ হয়তো আবার
সে গান শুনে, দুঃখ ভুলে
হাসবে সবাই হয়তো আবার

স্বর্গ হেথা, নরক হেথা
এছাড়া পথ পাবো কোথা?

শুধায় যদি কেউ, বলবো তাকে
ছিলাম যেথা, থাকবো সেথা
একটু হাসি, অনেক ব্যথা
এছাড়া পথ পাবো কোথা?

থাকবে যে ওই রাতের আসর
জ্বলবে তারা আকাশ জুড়ে
থাকবে যে ওই রাতের আসর
জ্বলবে তারা আকাশ জুড়ে
হয়তো আমি থাকবো না আর
হারিয়ে যাবো অনেক দূরে

ভুলবে সবাই আমার কথা
এছাড়া পথ পাবো কোথা?

শুধায় যদি কেউ, বলবো তাকে
ছিলাম যেথা, থাকবো সেথা
একটু হাসি, অনেক ব্যথা
এছাড়া পথ পাবো কোথা?

জনম হেথা, মরণ হেথা
এছাড়া পথ পাবো কোথা?
জনম হেথা, মরণ হেথা
এছাড়া পথ পাবো কোথা?



Credits
Writer(s): Jaikshan Shankar, Pulak Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link