Rum Jhum Jhum Nacho Aaj

রুম ঝুম ঝুম নাচো আজ, নাচো আজ
গাও খুশিতে গীত হো, গাও খুশিতে গীত
আজ কারও যে হার হয়েছে, কারও হয়েছে জিত হো
গাও খুশিতে গীত হো

কেউবা কারও দু'চোখের তারা
মনের মাঝে তুলছে সাড়া
কেউবা আবার ভাগ্যহারা
ফুলের বন যার ধু ধু সাহারা

হয় কারও সবই সহজ-সোজা, কারও বা বিপরীত হো
গাও খুশিতে গীত হো

রুম ঝুম ঝুম নাচো আজ, নাচো আজ
গাও খুশিতে গীত হো, গাও খুশিতে গীত হো

জগতে কত আলো ছড়ানো
জগতে কত আলো ছড়ানো
কত আনন্দ, হাসি ঝরানো
বুকটা যদি ভেঙ্গে যায় কখনো
কান্না এনো না নয়নে তখনো

কোথাও ভবিষ্যৎ সুন্দর-সোনালী, কোথাও অন্ধ অতীত হো
গাও খুশিতে গীত হো

রুম ঝুম ঝুম নাচো আজ, নাচো আজ
গাও খুশিতে গীত হো, গাও খুশিতে গীত
আজ কারও যে হার হয়েছে, কারও হয়েছে জিত হো
গাও খুশিতে গীত হো

রুম ঝুম ঝুম নাচো আজ, নাচো আজ
গাও খুশিতে গীত



Credits
Writer(s): Naushad, Pulak Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link