Ghumalo Prithibi

ঘুমালো পৃথিবী, ঘুমালো আকাশটা
ঘুমালো পৃথিবী, ঘুমালো আকাশটা
ঘুমালো ও যত ঘর-দুয়ার, ও যত ঘর-দুয়ার
ঘুমালো যে রাস্তা
ঘুমালো পৃথিবী, ঘুমালো আকাশটা
ঘুমালো ও যত ঘর-দুয়ার, ও যত ঘর-দুয়ার
ঘুমালো যে রাস্তা
ঘুমালো পৃথিবী, ঘুমালো আকাশটা

রাত এলো, ঘর আছে যাদের, তারা ঘুমিয়ে পড়লো ঘরেতে
রাত এলো, এই আমি যে ঘরছাড়া, তাই বাইরে হারালাম পথ পথে নেমে
রাত এলো, ঘর আছে যাদের, তারা ঘুমিয়ে পড়লো ঘরেতে
রাত এলো, এই আমি যে ঘরছাড়া, তাই বাইরে হারালাম পথ পথে নেমে
এই গলি, ঐ গলি, এই বসি, এই চলি
জানি না কোনখানে যেতে মনটা চায়

ও ঘুমালো ও যত ঘর-দুয়ার, ও যত ঘর-দুয়ার
ঘুমালো যে রাস্তা
ঘুমালো পৃথিবী, ঘুমালো আকাশটা
ঘুমালো পৃথিবী, ঘুমালো আকাশটা

যত স্বপ্ন ছিলো, তারা হারিয়ে গেল
যত আশার মুকুল ফুটলো না আর
ব্যথা সাথে আমার, ব্যথা পাশে আমার
চোখে আসে জল, চোখেতে শুকায়
কেন হলো যে আঁধার এই আলো?
কেন এই দুনিয়াটা বদলে গেল?
যার পানে ফিরে চাই, সে তো সারাবেলা
খেলছে দেখি যে শুধু ফাঁকির খেলা
ফাঁকির খেলা, ফাঁকির খেলা

ও ঘুমালো ও যত ঘর-দুয়ার, ও যত ঘর-দুয়ার
ঘুমালো যে রাস্তা
ঘুমালো পৃথিবী, ঘুমালো আকাশটা
ঘুমালো পৃথিবী, ঘুমালো আকাশটা



Credits
Writer(s): Laxmikant Pyarelal, Pulak Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link