Sab Kichhu Shikhechhi

সব কিছু শিখেছি আমি, শুধু শিখিনি চাতুরী
সব কিছু শিখেছি আমি, শুধু শিখিনি চাতুরী
দুনিয়ায় সবার চেয়ে তাই আমি যে আনাড়ি

কত যে আমাকে বোঝালো সকলে
কে যে আপন, কে যে পর গো
আমি তো বুঝিনি, আমি তো শুনিনি
আমি তো রাখিনি তার খবর গো

জানি শেষ কথা এই আমি যে তোমারই
জানি শেষ কথা এই আমি যে তোমারই

দুনিয়ায় সবার চেয়ে তাই আমি যে আনাড়ি

দেখেছি ফাগুন ফুরিয়ে গেল
আলোর দিন যে হারিয়ে গেল
অর্থ চেয়ে, সম্পদ চেয়ে
কত মানুষের মরণ হলো

ভালোবাসা শুধু মরণ হলো আমারই
ভালোবাসা শুধু মরণ হলো আমারই

দুনিয়ায় সবার চেয়ে তাই আমি যে আনাড়ি

দেখেছি জগতে কত মানুষের
আসল-নকল কত যে চেহারা
দেখেছি ধনীর আর গরীবের
মনের ওপর কত যে পাহারা

খেলিনি ওদের মতো আমি কোনো লুকোচুরি
খেলিনি ওদের মতো আমি কোনো লুকোচুরি

দুনিয়ায় সবার চেয়ে তাই আমি যে আনাড়ি
সব কিছু শিখেছি আমি, শুধু শিখিনি চাতুরী



Credits
Writer(s): Jaikshan Shankar, Pulak Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link